লেদারগুডস ও ফুটওয়্যার শিল্পের বিভিন্ন কারিগরি কোর্সে ফ্রি প্রশিক্ষণ কার্যক্রম ! !



লেদারগুডস ও ফুটওয়্যার শিল্পের বিভিন্ন কারিগরি কোর্সে ফ্রি প্রশিক্ষণ কার্যক্রম ! !
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় স্কিলস্‌ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এর আওতায় লেদারগুডস এন্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) এর সদস্য সংস্থা সমূহের ফ্যাক্টরিগুলোতে নিম্ন লিখিত কোর্সসমূহে প্রশিক্ষণ প্রদান করছে।
কোর্সের নামঃ
১। কাটিং মেশিন অপারেশন (কোর্সের মেয়াদঃ ০২ মাস)
২। সুইং মেশিন অপারেশন (কোর্সের মেয়াদঃ ০২ মাস)
৩। সেটিং অপারেশন (ফুটওয়্যার) (কোর্সের মেয়াদঃ ০২ মাস)
৪। লাস্টিং এন্ড এসেম্বলিং অপারেশন (ফুটওয়্যার) (কোর্সের মেয়াদঃ ০২ মাস)
৫। সেটিং এন্ড এসেম্বলিং অপারেশন (লেদারগুডস) (কোর্সের মেয়াদঃ ০২ মাস)
প্রশিক্ষণের সুবিধাসমূহঃ
১। সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ।
২। প্রশিক্ষণ শেষে ভাতা প্রদান।
৩। মহিলা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার।
৪। প্রশিক্ষণ শেষে কৃতকার্য শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান ও চাকুরীর সুযোগ।
আবেদনের যোগ্যতাঃ
১। বয়স ১৫-৪৫ বছর।
২। শিক্ষাগত যোগ্যতাঃ লিখতে পড়তে সক্ষম (৫ম শ্রেণী পাশ অগ্রাধিকার)
ভর্তির সময় আবশ্যকঃ
১। ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।
২। জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি (যাদের বয়স ২০ বছর বা উর্ধ্বে তাদের জন্য জাতীয় পরিচয়পত্র আবশ্যক)।
৩। পারিবারিক আয়ের সনদপত্র।
ট্রেনিং সেন্টারসমূহের ঠিকানাঃ
১। আকিজ ফুটওয়্যার লিমিটেড, পূর্ব নরসিংহপুর, আশুলিয়া, সাভার, ঢাকা।
২। পিকার্ড বাংলাদেশ লিমিটেড, বড় রাঙ্গামাটিয়া (কাঠগড়া), আশুলিয়া, সাভার, ঢাকা।
৩। লেদারেক্স ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দেওয়ান ইদ্রিস রোড, কাঠগড়া, আশুলিয়া, সাভার, ঢাকা।
৪। নাদিয়া সুজ (প্রাঃ) লিমিটেড, বঙ্গবন্ধু রোড, টংবাড়ী মোড়, আশুলিয়া, সাভার, ঢাকা।
৫। নভো সুজ (বিডি) লিঃ, বিল্ডিং- বি, প্লট ৮১/৮২, পশ্চিম পদরদিয়া, সাতারকুল, বাড্ডা, ঢাকা।
৬। এফবি ফুটওয়্যার লিমিটেড, উলোসারা, কালিয়াকৈর, গাজীপুর।
৭। এপেক্স ফুটওয়্যার লিমিটেড, পূর্ব চন্দ্রা, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর।
৮। এম কে ফুটওয়্যার লিমিটেড, চকপাড়া, মাওনা, শ্রীপুর, গাজীপুর।
৯। হ্যামকো লেদারস লিমিটেড, আন্দারমানিক, মৌচাক, কালিয়াকৈর, গাজীপুর।
১০। সেন্টার অফ এক্সিলেন্স ফর লেদার স্কিল বাংলাদেশ লিমিটেড, দেওয়ান প্লাজা, পল্লী বিদ্যুৎ, চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর।
১১। এডিসন ফুটওয়্যার লিমিটেড, তালতলা, মির্জাপুর, গাজীপুর।
১২। রয়্যাল ফুটওয়্যার লিমিটেড, ১/১, কাকিল, তিলারগাতি, সাতাইশ, টঙ্গী, গাজীপুর।
১৩। ল্যান্ডমার্ক ফুটওয়্যার লিমিটেড, ভান্নারা বাজার, মৌচাক, কালিয়াকৈর, গাজীপুর।
১৪। মাল্টিলাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কাজীর চর, ডাঙ্গা, পলাশ, নরসিংদী।
১৫। জিহান ফুটওয়্যার (প্রাঃ) লিমিটেড, রামপুর, বুড়িচং, কুমিল্লা-৩৫০০।
১৬। বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রাখালিয়া, রায়পুর, লক্ষ্মীপুর।
১৭। ম্যাফ সুজ লিমিটেড, আউটার সিগন্যাল, চাটগাঁও আই/এ, চট্টগ্রাম।
১৮। এ এন্ড এ সুজ লিমিটেড, কট্টা বাজার, বাঁশবাড়িয়া, সিতাকুন্ড, চট্টগ্রাম।
১৯। এম এন্ড এম ট্রাভেলিং গুড্‌স (বিডি) লিঃ, চরঘটিনা, এনায়েতপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
২০। ব্লিং লেদার প্রোডাক্টস লিমিটেড, ঘনিরামপুর, তারাগঞ্জ, রংপুর।
যোগাযোগঃ যে ফ্যাক্টরিতে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক সেখানে যোগাযোগ করে কোর্স শুরুর সময় ও বিস্তারিত জেনে নিতে হবে। {উল্লেখ ইতোমধ্যে যারা এই প্রকল্পের (এসইআইপি) আওতায় প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।}
এলএফএমইএবি- এসইআইপি প্রকল্প অফিসের ঠিকানাঃ
বাসা নং- ১২ (৫ম তলা), রোড নং- ০৬, ব্লক- সি, বনানী, ঢাকা-১২১৩, বাংলাদেশ।
মোবাইলঃ ০১৭৩০ ৬১১ ০৩৮ (ফোন করুনঃ রবি থেকে বৃহস্পতি বার, সকাল ৯ঃ০০ টা - বিকাল ৫ঃ০০ টা) , ই-মেইলঃ info.lfmeabseip@gmail.com

 

Previous
Next Post »